এফএসএস বিদেশ: ক্রিমিয়া সেতুতে হামলা চালাতে আসা তিনটি সামুদ্রিক ড্রোন ধ্বংসের দাবি করেছে রাশিয়া। স্থানীয় সময় গত শুক্রবার মধ্যরাতে ক্রিমিয়া সেতু লক্ষ্য করে এই ড্রোন হামলা চালানো হয় বলে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় টেলিগ্রামে জানায়, ‘ক্রিমিয়া সেতুতে সন্ত্রাসী হামলার চালানোর উদ্দেশ্যে কিয়েভের পাঠানো তৃতীয় সেমি-সাবমার্সিবল মনুষ্যবিহীন নৌকাটি মস্কোর স্থানীয় সময় রাত ২টা ২০ মিনিটে কৃষ্ণসাগরে ধ্বংস করা হয়।’এর আগে আরও দুটি সামুদ্রিক ড্রোন ধ্বংস করা হয় বলে টেলিগ্রামে দেওয়া পোস্টে উল্লেখ করে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। ২০১৪ সালে রাশিয়ার কাছে হারানো ক্রিমিয়া পুনর্দখলের পরিকল্পনার কথা জানানো ইউক্রেন সা¤প্রতিক সময়ে কৌশলগত ক্রিমিয়া সেতু লক্ষ্য করে দফায় দফায় হামলা পরিচালনা করছে। এই সেতুটি ক্রিমিয়া উপদ্বীপকে রাশিয়ায় মূল ভ‚খÐের সঙ্গে যুক্ত করেছে। গত জুলাইয়ে ইউক্রেনের হামলায় সেতুটির সড়ক অংশের ব্যাপক ক্ষতি হয়। এই সেতু দিয়ে রাশিয়া থেকে ইউক্রেনে সামরিক সরঞ্জামও সরবরাহ করা হয়।