বিশেষ প্রতিনিধি \ কালীগঞ্জ উপজেলার রতনপুরে প্রবীণ শিক্ষক আলহাজ্ব মোঃ মোসলেম উদ্দিন এর স্মরণে দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার জুম্মার নামাজ বাদ রতনপুর দিঘীরপাড় স্কুল জামে মসজিদে বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, অত্র এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও মুসলির উপস্থিতিতে প্রবীণ শিক্ষক আলহাজ্ব মোঃ মোসলেম উদ্দিন এর তৃতীয় মৃত্যুবার্ষিকী স্মরণে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শিক্ষক মোঃ মোসলেম উদ্দিনের স্মৃতিচারণ ও রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অত্র মসজিদের পেশ ইমাম আলহাজ্ব হাফেজ মাওঃ মোঃ আশরাফুল ইসলাম।