বিশেষ প্রতিনিধি \ আশাশুনি থানা পুলিশের অভিযানে ২০পিচ ইয়াবা ট্যাবেলসহ এক মাদক ব্যবসায়ী এবং ওয়ারেন্টভ‚ক্ত দুই আসামীকে আটক করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার অধিকারী এর নেতৃত্বে রবিবার এসআই সিয়াবুল ইসলাম, এসআই ইমরান হোসেন, এএসআই কবির হোসেন সঙ্গীয় ফোর্স এর সহায়তায় ২০ পিচ ইয়াবা ট্যাবেলসহ উপজেলার সোদকনা গ্রামের মৃত আফতাব মিস্ত্রির ছেলে খায়রুল আলম মিস্ত্রি(৪৯) কে হাতেনাতে আটক করেন। পরে তার বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা নং-৪(৯)২৩ রুজু করা হয়। অপরদিকে, সিআর পরোয়ানা- ১৩৪৪/২২(সাতঃ) এর আসামী চাকলা গ্রামের মৃত জয়নুদ্দিন এর ছেলে শাহাজান সরদার ও সিআর পরোয়ানা- ২৫১/২৩(আশাঃ) এর আসামী কচুয়া গ্রামের নিছার আলী গাজীর ছেলে রবিউল ইসলামকে তাদের নিজ নিজ বাড়ী হতে আটক করা হয়। আটককৃত আসামীদেরকে রবিবার বিচারার্থে আদালতে প্রেরণ করা হয়েছে।