বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার ভুরুলিয়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্যবৃন্দের অভিষেক অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টায় ইউনিয়ন পরিষদ আয়োজনে পরিষদ চত্বরে বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে ভুরুলিয়া ইউপি সচিব মোঃ আবুল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা ৪ আসনের জতীয় সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। সম্মানিত অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মোঃ সাইদ-উজ-জামান সাঈদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, সাবেক উপাধ্যক্ষ মোঃ নাজিম উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ লিয়াকত আলি, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব জি এম আকবর কবির, সাধারণ সম্পাদক মোঃ জাহিদ সুমন, স্বাগত বক্তব্য রাখেন নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ একেএম জাফরুল আলম বাবু। অনুষ্ঠানে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্যবৃন্দের ফুল দিয়ে বরন করে নেন এবং দায়িত্বভার গ্রহণ করেন। এছাড়া আমন্ত্রিত অতিথিবৃন্দ দের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।