বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় বিভিন্ন মামলার সাজা প্রাপ্ত ৫ আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত শনিবার রাতে সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান (পিপিএম) এর দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সজীব খান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ আমিনুর রহমান ও অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) মোঃ আমিনুর রহমান এর সার্বিক তত্ত্বাবধানে এবং শ্যামনগর থানা অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ এর নেতৃত্বে শ্যামনগর থানার একটি চৌকশ আভিযানিক দল বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ৬ মাসের সাজাপ্রাপ্ত ২ জন, ৩ মাসের সাজাপ্রাপ্ত ১ জন, জিআর পরোয়ানাভূক্ত ২ জন আসামীদেরকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামীরা হল উপজেলার বৈশখালী গ্রামের মৃত মুন্সী গাজী ওরফে (কালা মুন্সী) এর পুত্র মোঃ মুনছুর গাজী, রমজাননগর সোরা গ্রামের মোঃ হোসেন আলীর পুত্র মোঃ জাহাঙ্গীর আলী, আহম্মদ আলী পুত্র মনিরুজ্জামান, মুন্সীগঞ্জ পঃ কদমতলা ফুলতলা গ্রামের মৃত কাওছার গাজী পুত্র আঃ রশিদ গাজী, পাতাখালী চন্ডিপুর গ্রামের অজেদ তরফদারের পুত্র মোঃ তাজউদ্দিনকে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। এবিষয়ে থানা অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ নিশ্চিত করে দৈনিক দৃষ্টিপাতকে জানান, বিভিন্ন মামলায় ৫ আসামিকে গ্রেফতারপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।