ঢাকাস্থ রাজকীয় সাউদী দূতাবাসের রিলিজিয়াস এ্যাটাসে অফিসের আয়োজনে হিফজুল কুরআন প্রতিযোগিতার খুলনা বিভাগীয় পর্ব সম্পন্ন হয়েছে। এতে ‘ক’ ও ‘খ’ গ্রæপে মোট ১০জনকে জাতীয় পর্যায়ের জন্য বাছাই করা হয়েছে। এরা হলেন, মোঃ শুয়াইব হাসান, কাজী সাঈদ আহমদ, জুবায়ের বিন শরিফ, মোঃ আবু হুরাইরা, মোহাঃ ওমর ফারুক, মো: হুজাইফা মুন্সী, মোঃ শাবাব বিন মুনির মোঃ আশিকুল ইসলাম, জোমিল আহমদ ও মোঃ শিমুল হোসেন। খুলনা মহানগরীরর খালিশপুরস্থ নেসারিয়া কামিল মাদ্রাসা মিলনায়তনে শনিবার দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। খুলনা বিভাগের ১০ জেলা থেকে আগত ৭০ জন হাফেজে কোরআনের মধ্যে প্রতিযোগিতা শেষে উক্ত ১০ জনকে বাছাই করা হয়। প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশব্যাপী হিফজুল কোরআন প্রতিযোগিতার জেলা পর্যায়ের পর বিভাগীয় পর্যায়ের এ প্রতিযোগিতা চলছে। এ প্রতিযোগিতার মধ্যদিয়ে আল কোরআনের দাওয়াত সর্বত্র পৌঁছে দেয়াই ঢাকাস্থ রাজকীয় সাউদী দূতাবাসের মুল লক্ষ্য। প্রতিযোগিতার খুলনা বিভাগীয় পর্যায়ের পরিচালক শাইখ মো: হেকমাতুল্লাহর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন, সাউদী দুতাবাসের শেখ আব্দুস সোবহান আল আজহারী, খুলনা আলিয়া কামিল মাদ্রাসার হেড মুহাদ্দিস মাওলানা মোনাওয়ার হোসাইন আল-মাদানী, নেসারিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুর রহমান, সাবেক অধ্যক্ষ মাওলানা রহমাতুল্লাহ, উপাধ্যক্ষ মাওলানা নুরুল ইসলামসহ খুলনাঞ্চলের বিশিষ্ট ওলামায়ে কেরামবৃন্দ। বক্তারা আল কোরআনের প্রচার-প্রসারের পাশাপাশি কোরআন চর্চার জন্য হাফেজদের প্রতি আহবান জানান। -প্রেস বিজ্ঞপ্তি