বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার সোয়ালিয়ায় পুকুরের পানিতে ডুবে ৪ বছর বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশুটি উপজেলা সদর সোয়ালিয়া গ্রামের রেজাউল করিমের পুত্র ফয়জুল ইসলাম। ঘটনা সূত্রে জানাযায়, গতকাল ৫ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুর ১টার দিকে শিশু ফয়জুল বাড়ির উঠানে খেলা করছিল। তার মা ফিরোজা বেগম রান্না করছিলো, তার বাবা রেজাউল করিম পার্শ্ববর্তী মৎস্য ঘেরে মাছ ধরছিলেন, দাদা নওশের মিস্ত্রি বাড়ির আঙিনায় ঘেরা দেওয়ার কাজে ব্যস্ত ছিলেন। ঐসময় সবার অগোচরে শিশু ফয়জুল বাড়ির পিছনের পুকুরে পড়ে যায়। এক পর্যায়ে ছেলেকে বাড়ির উঠানে দেখতে না পেয়ে খুঁজতে শুরু করে তার মা। খুঁজতে খুঁজতে শিশুটিকে পুকুরের পানিতে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ মিলন হোসেন পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।