বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনিতে সার্ভে রিপোর্ট ডেসিমিনেশন সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল সাড়ে ১০টায় সুশীলনের আয়োজনে বুড়িগোয়ালিনি দাঁতিনাখালিতে জনপ্রতিনিধি, সরকারি বিভিন্ন দপ্তর প্রধানগণ, বনজীবী, গ্রাম সংরক্ষক কমিটির নেতৃবৃন্দ ও অত্র এলাকার শতাধিক নারী-পুরুষের উপস্থিতিতে ভিলেজ ডেসিমিনেশন সভায় বুড়িগোয়ালিনি ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান গাজী আব্দুর রউফ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সভার কার্যক্রম উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন। সম্মানিত অতিথির বক্তব্য রাখেন বুড়িগোয়ালিনি স্টেশন কর্মকর্তা এবি এম হাবিবুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা অধিদপ্তরের জেন্ডার প্রোমোটর মোঃ মাসুম বিল্লাহ, ইউপি সদস্য মোঃ আবিয়ার রহমান, ইউপি সদস্য মোঃ ফাতেমা খাতুন, সুশীলনের ম্যানেজার মোঃ সাজ্জাদ হোসেন, লিটন কুমার মন্ডল প্রমুখ। সভায় সার্ভে থেকে উঠে আসা বিষয় নিয়ে বনবিভাগ কর্তৃক গঠিত ভিসিএফের মধ্যে বর্তমান বনজীবী নয় এমন ভিসিএফের সদস্য, বনজীবী কিন্তু ভিসিএফের সদস্য হতে পারে নাই, সে বিষয়ে সমস্যা সমাধান ও কমিটি পুর্নগঠন করা, সুন্দরবন রক্ষণাবেক্ষণ সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। সভার মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্প সমন্বয়কারী মোঃ মুজাহিদুল ইসলাম।