এস এম জাকির হোসেন শ্যামনগর থেকে\ শ্যামনগর উপজেলায় পরমেশ্বর ভগবান শ্রী শ্রী কৃষ্ণের ৫২৪৯ তম আবির্ভাব তিথী উপলক্ষে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী মহা সমারোহে উদযাপন করা হয়েছে। গতকাল ৬ সেপ্টেম্বর বুধবার সকাল ১০ টায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ উপজেলা শাখার আয়োজনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ হিন্দু পরিষদ এর স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণে নকিপুর সার্বজনীন হরি সভায় শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরের অধ্যক্ষ শ্রী পাদ কৃষ্ণ সখা দাস এর পুরোহিত্বে হোমযজ্ঞ ও মাঙ্গলিক অনুষ্ঠান শেষে বর্ণাঢ্য শোভাযাত্রা যোগে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ পূর্বক গোপালপুর ঐতিহাসিক শ্রীশ্রী রাধা গোবিন্দ মন্দিরে আলোচনা সভা অন্তে পরমেশ্বর ভগবান শ্রী শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব-২০২৩ অনুষ্ঠিত হয়। উক্ত শোভাযাত্রায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষের অংশগ্রহণ করতে দেখা যায়। প্রতি বছর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় জন্মাষ্টমী উৎসব। উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ উপজেলা শাখার সভাপতি রবীন্দ্রনাথ বিশ্বাস এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ্যাডঃ কৃষ্ণপদ মন্ডল এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এসএম জগলুল হায়দার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, ভাইস চেয়ারম্যান মোঃ সাঈদ-উজ-জামান সাঈদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, থানা অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা পরিমল কৃষ্ণ মন্ডল, উপদেষ্টা সাবেক জেলা পরিষদ সদস্য ডালিম কুমার ঘরামী, সহ-সভাপতি কৃষ্ণনন্দ মুখার্জি, দীনেশচন্দ্র মন্ডল, তপন কুমার মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক পরিমল কর্মকার ও সুশান্ত বিশ্বাস বাবুলাল, হিন্দু-বৌদ্ধ ক্রিস্টান ঐক্য পরিষদের সদস্য সচিব পরিমল শংকর চ্যাটার্জি, সদস্য রণজিৎ দেবনাথ, হিন্দু মহাজোট উপজেলা শাখার সভাপতি এ্যাডঃ তপন কুমার মন্ডল, বাংলাদেশ হিন্দু পরিষদ উপজেলা শাখার আহবায়ক অনাথ মন্ডল, সদস্য সচিব উৎপল মন্ডল সহ হিন্দু পরিষদের বিভিন্ন ইউনিয়নের সভাপতি-সম্পাদক সহ অসংখ্য কৃষ্ণ ভক্ত বৃন্দ।