স্টাফ রিপোর্টার \ সনাতন ধর্মাবলম্বীদের ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয়েছে। হিন্দু ধর্মের শাস্ত্রমতে প্রতি বছর ভাদ্র মাসের শুক্রপক্ষের অষ্টম তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ জন্ম গ্রহন করেন। ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিনটি হিন্দু সম্প্রদায় ধর্মীয় ভাবগম্ভীর্য ও আনন্দ উৎসবের মাধ্যমে উদযাপন করেন। সারা দেশের ন্যায় সাতক্ষীরা শহরের কাটিয়া কর্মকার পাড়া সার্বজনীন পূজা মন্ডপে ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল সকাল সাড়ে ১০ টায় কাটিয়া কর্মকার পাড়া সার্বজনীন পূজা মন্ডপ চত্বরে মন্দির কমিটির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী গৌরচন্দ্র দত্তের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আলীগের সাধাঃ সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম। তিনি বলেন, পৃথিবীতে যখন ন্যয়-নীতি সত্যকে গ্রাস করতে উদ্যক্ত হয়েছিল তখন ঐ শক্তিকে দমন করতে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটে। ইনি মানবজাতির কল্যাণ ও মানবতা প্রতিষ্ঠার জন্য কাজ করেছেন। দুষ্টের দমন করতে এভাবে যুগ যুগ ধরে ভগবান মানুষের মাঝে আবির্ভাব ঘটে। সকলেই শান্তিপূর্ণভাবে থাকতে হলে ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশনা মেনে চলতে হবে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আলীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মন্দির কমিটির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ডাঃ সুশান্ত ঘোষ, প্রাক্তন জেলা শিক্ষা অফিসার কিশোরী মোহন সরকার, প্রাক্তন প্রধান শিক্ষক সমরেশ দাশ, আলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ সুব্রত ঘোষ, মনোরঞ্জ কর্মকার,প্রশান্ত কুমার গাইন, তপন কর্মকার, বলায় দে, সুবিন্দ বিশ্বাস, সিধান দে, কিরণ্ময় সরকার, পলাশপোল মন্দির কমিটির সভাপতি অসিত কুমার মল্লিক সাধাঃ সম্পাদক সমীর কুমার বসু সাহিত্য সম্পাদক অরুণ কান্তি সানা, সহ ভক্ত বৃন্দ উপস্থিত ছিলেন। সভাশেষে পূজা মন্ডপে ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে আনন্দ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন উপদেষ্টা দীনবন্ধু মিত্র।