এম এম নুর আলম \ আশাশুনিতে সনাতন হিন্দু ধর্মালম্বীদের শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় উপজেলা প‚জা উদযাপন পরিষদের আয়োজনে আশাশুনি সদর ইউনিয়ন পরিষদ চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আশাশুনি প‚জা উদযাপন পরিষদের সভাপতি নীলকন্ঠ সোমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি। প‚জা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক রনজিত বৈদ্যের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা রনি আলম নুর, থানা অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার অধিকারী, আশাশুনি সেবাশ্রম সংঘের অধ্যক্ষ বিশ্ব প্রানানন্দজি মহারাজ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শম্ভুজিৎ মন্ডল, ইউপি চেয়ারম্যান এসএম হোসেনুজ্জামান হোসেন, মাহবুবুল হক ডাবলু, দীপংকর বাছাড় দিপু, দীপঙ্কর সরকার দ্বীপ, ওমর ছাকি ফেরদৌস পলাশ, জগদীশ চন্দ্র সানা, পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা রাজ্যেশ্বর দাশ প্রমুখ। এসময় বক্তারা বলেন, বাংলাদেশ সা¤প্রদায়িক স¤প্রীতির দেশ। কাজেই সা¤প্রদায়িক স¤প্রীতি বিনষ্ট কারীদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। আমরা অত্যাচারীর বাংলাদেশ চাইনা, বঙ্গবন্ধুর অস¤প্রদায়িক বাংলাদেশ চাই। আপনি আমি সবাই মানুষ, হিন্দু মুসলিম সকলে ভাই ভাই। আমরা কেহ সংখ্যালঘু নয়, সকলেই সংখ্যালঘু বা সংখ্যাগুরু। এসময় বক্তারা সকল সম্প্রদায়ের ব্যক্তিদের সা¤প্রদায়িক স¤প্রীতি বজায় রেখে বসবাস করার আহবান জানান। আলোচনা সভা শেষে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে একটি মঙ্গল শোভাযাত্রা ইউনিয়ন পরিষদ চত্বর থেকে শুরু হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মঙ্গল শোভাযাত্রায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে শত শত নারী পুরুষ অংশগ্রহণ করেন।