মীর আবু বকর ॥ সাতক্ষীরায় মশা নিয়ন্ত্রণ ও ডেঙ্গু প্রতিরোধ মাসব্যাপী অভিযানের উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসন ও সাতক্ষীরা পৌরসভার যৌথ উদ্যোগে গতকাল বেলা সাড়ে ১১ টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। তিনি মশা নিয়ন্ত্রণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেন। এসময় বলেন, সাতক্ষীরায় আগে থেকে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা ও মশার বংশবিস্তার রোধে উপজেলা প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে। ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশার বংশবিস্তার রোধের বিকল্প নেই। তিনি আরো বলেন, পৌরসভার সকল ড্রেন পরিষ্কার রাখতে হবে। মশার লার্ভা জন্ম হয় এমন স্থানে প্রতিনিয়ত অভিযান অব্যাহত রাখতে হবে। আমাদের কাজ জনসচেতনতা সৃষ্টি করা। কোনো বাড়িতে কিংবা প্রতিষ্ঠানে এডিস মশার লার্ভা পাওয়া গেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সকলের সমন্বিতভাবে কাজ করলে ডেঙ্গু প্রতিরোধ সম্ভব হবে। আসুন আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে ডেঙ্গু প্রতিরোধে কাজ করি। এসময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা নাজিম উদ্দিন, পৌর সচিব মোঃ লিয়াকত আলী, পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম, পৌর কাউন্সিলর শেখ শফিকউদ্দৌলা সাগর, আনোয়ার হোসেন মিলন, শফিকুল আলম বাবু, কায়ছারুজ্জামান হিমেল, জাহাঙ্গীর হোসেন কালু, সৈয়দ মাহমুদ পাপা, সংরক্ষিত কাউন্সিল নুর জাহান, রাবেয়া খাতুন, অনিমা রানি মন্ডলসহ পৌরসভার সকল কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।