কয়রা (খুলনা) প্রতিনিধি ॥ কয়রায় উপজেলা পর্যায়ে গ্রীস্মকালীন ৫০ তম আন্তঃস্কুল মাদ্রাসা ফুটবল টুর্ণামেন্টে ভেন্যু চ্যাম্পিয়ন হওয়ার গেীরব অর্জন করেছে কালনা আমিনিয়া ফাজিল মাদ্রাসা। বৃহস্পতিবার বেলা ১১ টায় গ্রাজুয়েটস মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে কালনা আমিনিয়া ফাজিল মাদ্রাসা বনাম গ্রাজুয়েটস মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যকার গ্রীস্মকালীন ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে খেলা উদ্বোধন করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও গ্রাজুয়েটস মাধ্যমিক বিদ্যালয়ের গভার্ণিং বডির সভাপতি জিএম মোহসিন রেজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রাজুয়েটস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিএম আওলাদ হোসেন, সাংবাদিক শাহজাহান সিরাজ, কাজী দ¦ীন মোহাম্মাদ, বজলুর করিম ডাবলু প্রমুখ। মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান, ক্রীড়া শিক্ষক সহ শিক্ষকমন্ডলী ও ছাত্রছাত্রীবৃন্দ। খেলায় নির্ধারিত সময়ের মধ্যে গ্রাজুয়েটস মাধ্যমিক বিদ্যালয় ০১ ও কালনা আমিনিয়া ফাজিল মাদ্রাসা ০১ গোলে ড্র হয়। পরবর্তীতে খেলা টাইব্রেকারের মাধ্যমে কালনা আমিনিয়া ফাজিলা মাদ্রাসা, গ্রাজুয়েটস মাধ্যমিক বিদ্যালয়কে ০৪-০১ গোলে হারিয়ে জয়লাভ করে। খেলায় সার্বিক তত্তাবধায়নে ছিলেন গ্রজুয়েটস মাধ্যমিক বিদ্যালয়ে সহকারি শিক্ষক হারুন অর রশীদ ও হুমায়ুন কবির।