শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১২:৫৯ পূর্বাহ্ন

আশাশুনিতে সড়ক দূর্ঘটনায় পিতা-পুত্র নিহত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩

এম এম নুর আলম ॥ আশাশুনি উপজেলার কোলা-ঘোলা সড়কে বাস মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে পিতা ও শিশু পুত্র নিহত হয়েছে। এসময় ঐ ব্যক্তির স্ত্রীকে আহত অবস্থায় আশাশুনি হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার দুপুরে আশাশুনি সদর ইউনিয়নের কোদন্ডা গ্রামের কেরানীর মোড় এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে। এঘটনায় সদর ইউনিয়নের বলাবাড়িয়া গ্রামের মৃত তারক সরকারের ছেলে সুব্রত সরকার বাপ্পি (৩০) ও তার শিশু পুত্র পবিত্র সরকার তূর্য (৪) ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এসময় সুব্রত সরকার বাপ্পির স্ত্রী শ্যামলী সরকারকে আহত অবস্থায় উদ্ধার করে আশাশুনি হাসপাতালে ভর্তি করা হয়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে, মোটরসাইকেল যোগে সুব্রত সরকার তার স্ত্রী ও শিশু পুত্রকে নিয়ে আশাশুনি থেকে বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে কোদন্ডা গ্রামের কেরানী মোড় এলাকায় পৌঁছালে কোলা-ঘোলা থেকে ছেড়ে আসা বাস (ঢাকা মেট্রো জ-১১-১২৩৮) এর সাথে তাদের ঐ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলে সুব্রত সরকার বাপ্পি ও পুত্র পবিত্র সরকার তূর্য নিহত হয়। এছাড়াও তার স্ত্রী শ্যামলী গুরুতর আহত হয়। খবর পেয়ে আশাশুনি ফায়ার সার্ভিস কর্মকর্তা আবুল কালাম মোড়লের নেতৃত্বে আশাশুনি ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন এবং স্ত্রী শ্যামলী সরকারকে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে এ ভর্তি করে দেন। আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) বিশ্বজিৎ কুমার অধিকারী ঘটনার সত্যতা নিশ্চিত করেন জানান, নিহত পিতা-পুত্রের লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত বাসটিকে হেফাজতে নিয়ে ঘাতক বাস চালক নিজামকে আটক করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com