রমজাননগর (শ্যামনগর) প্রতিনিধি ॥ ৫০তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ সমাপনী ও পুরস্কার বিতরনি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে ভেটখালি একরিম মাধ্যমিক বিদ্যালয় মাঠে বাংলাদেশ জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া সমিতির আয়োজনে ভেটখালী এ করিম মাধ্যমিক বিদ্যালয় ও ধুমঘাট আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যেকার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পুরুষ্কার বিতরণ করেন ৬নং রমজাননগর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শেখ আল মামুন। উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী নজরুল ইসলাম,ইউপি সদস্য আব্দুস সালাম, বাবু মনোরঞ্জন মিস্ত্রি সহ শিক্ষক ক্রীড়াপ্রেমীক প্রমূখ। চ্যাম্পিয়ান ভেটখালী এ করিম মাধ্যমিক বিদ্যালয় ও রানার্সআপ ধুমঘাট আদর্শ মাধ্যমিক বিদ্যালয়।