স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশ ডিবির অভিযানে ১ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটক মাদক ব্যবসায়ী শহরের মধুমল্লার ডাঙ্গী এলাকার মৃতু মোকছেদ আলীর পুত্র মো: মহারাজ খান (৫৮)। জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বেলা ১১টায় ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে ডিবি পুলিশের একটি টিম অভিযান চালিয়ে মধুমল্লারডাঙ্গী তালেব মাস্টারের বাড়ির সামনে থেকে ১ কেজি গাজা সহ মহারাজকে আটক করে। আটককৃত আসামীর বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য আইনে মামলা পূর্বক বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে। ডিবির ওসি তারেক ফয়সাল ইবনে আজিজ এই তথ্য নিশ্চিত করেছেন।