স্টাফ রিপোর্টার: সাতক্ষীরায় ফুরকানিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্বোধন করা হয়েছে।গতকাল বিকালে শহরের বাঁকাল ইসলামপুর প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে মাদরাসা উদ্বোধন করেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও জেলা যুবলীগ নেতা সৈয়দ আমিনুর রহমান (বাবু)। এসময় তিনি বলেন, মসজিদ মাদ্রাসা ধর্মপ্রাণ মুসলমানদের জন্য গুরুত্বপূর্ণ স্থান। ইসলামী শিক্ষা বিস্তারে মাদ্রাসাটি অসামান্য অবদান রাখবে। ইহকাল ও পরকালের মুক্তির জন্য ইসলামের প্রতি আকর্ষণ হওয়া অতীব জরুরী। ধর্ম প্রতিষ্ঠানে দান করলে কখনো বিফলে যাবে না। মাদ্রাসার উন্নয়নে সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে।বর্তমান সরকার ইসলামী শিক্ষার প্রসারে যুগান্তকারী পদক্ষেপ হাতে নিয়েছে। শেখ হাসিনার সরকার ক্ষমতায় আছে বলে আমরা জনগণের উন্নয়নে কাজ করতে পারছি। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা পৌর কাউন্সিলর শেখ মারুফ আহমেদ, ৬নং ওয়ার্ড আলীগের সাধাঃ সম্পাদক সৈয়দ রাফিনুর আলী, বাঁকাল ইসলামপুর ফুরকানিয়া হাফিজিয়া মাদ্রাসার সভাপতি মো. আশরাফুল ইসলাম গাজী। এসময় উপস্থিত ছিলেন মাস্টার আনছার আলী, ইয়ার আলী, ববলুর রহমান, হাফেজ আনোয়ার হোসেন, মো. রানা, মো. শাহাদাৎ হোসেন, আলমগীর হোসেন, মুকুলসহ মাদ্রাসার শিক্ষক ও স্থানীয় সকল গণ্যমান্য ব্যক্তিবর্গ।