বিশেষ প্রতিনিধি ॥ আশাশুনিতে সাম্প্রদায়িক সহিংসতা চিরতরে বন্ধসহ ২০১৮ সালের সরকারি দলের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে গণ অনশন ও গণ অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আশাশুনি সদর কালী মন্দিরের সামনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আশাশুনি উপজেলার শাখার আয়োজনে এ কর্মসূচী পালন করা হয়। উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক সাংবাদিক গোপাল কুমার মন্ডলের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান পরিষদ নেতা বিভাস দেবনাথ, সুমন মুখার্জী, সুশান্ত মল্লিক, পিউষ হালদার, লালন সরকার, কালিদাস চক্রবর্তী, বিবেকানন্দ মন্ডল লিটন, রত্না সরকার, যুব ঐক্য পরিষদের আহবায়ক কমলেশ সরকার, ছাত্র ঐক্য পরিষদের সভাপতি সিদ্ধার্থ হালদার, সমীরণ চক্রবর্তী, নিমাই সরকার প্রমূখ। উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্য সচিব মৃন্ময় মল্লিকের সঞ্চালনায় বিকেলে অনশনকারীদের অনশন ভঙ্গ করান, উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অরুণ কুমার রায়।