বিশেষ প্রতিনিধি ॥ আশাশুনি মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনী প্রচার প্রচারণা জমে উঠেছে। আজ শনিবার (৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে এ নির্বাচন। দুটি পদের বিপরীতে চারজন প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন। ৪৬টি মাধ্যমিক বিদ্যালয়ের ৬১১ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনকে ঘিরে ইতিমধ্যে স্কুলে স্কুলে শিক্ষকদের ভিতরে উৎসবের আমেজ বিরাজ করছে। নির্বাচনে গাবতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিমল কুমার দাশ এবং কুন্দুড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফুল ইসলাম সভাপতি পদে প্রতিদ্বন্দীতা করছেন। গোয়ালডাঙ্গা ফকির বাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশান্ত কুমার মন্ডল এবং সরাপপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম কিবরিয়া সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দীতা করছেন। ভোটকে কেন্দ্র করে প্রার্থীরাদের সকাল থেকে গভীর রাত অবধি শিক্ষকদের স্কুলে স্কুলে বা বাড়ীতে যেয়ে ভোট প্রার্থনা করতে দেখা গেছে। তারা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে নির্বাচিত হতে পারলে সমিতির নিজস্ব জায়গায় অফিস নির্মাণ করা, সরকারের নীতিমালার আলোকে শ্রেণি পাঠদান নিশ্চিত করা, শিক্ষকদের সুখে দুঃখে পাশে থাকা, শিক্ষক কর্মচারীদের এমপিও ভুক্তিতে হয়রানি বন্ধ করাসহ নানান প্রতিশ্রুতি দিচ্ছেন।