স্টাফ রিপোর্টার ঃ উপমহাদেশের উজ্জ্বল নক্ষত্র নায়েবে আমির ওলিয়ে কামিল শাহসুফি আলহাজ্ব হযরত মাওলানা আলামা রুহুল আমিন (রহঃ) স্মরনে প্রতিবছরের ন্যায় দুই দিন ব্যাপী পঞ্চাশতম বার্ষিকী ঐতিহাসিক আমিনিয়া ইছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বাদ আছর হতে সাতক্ষীরা কেন্দ্রিয় বাস টার্মিনালে মাহফিলের ১ম দিন প্রধান বক্তা হিসাবে কোরআন হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা করেন হযরত মাওলানা মোঃ সামীউল ইসলাম (ফারুকী)। দ্বিতীয় বক্তা হিসাবে বক্তব্য রাখেন হযরত হাফেজ মোঃ ফারুক হুসাইন, তৃতীয় বক্তা হিসাবে বক্তব্য রাখেন হযরত মাও: মো: হারুনার রশিদ, চতুর্থ বক্তা হিসাবে বক্তব্য রাখেন বিদায়ী ছাত্র হাফেজ মো: আলাউদ্দীন, মাহফিলে দ্বিতীয় দিনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ’লীগ সাধার সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম, প্রধান মেহমান হিসাবে উপস্থিত থাকবেন আলহাজ্ব হযরত মাওঃ মোঃ শরিফুল আমীন হুজুর বশির হাট, ভারত, প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন আলহাজ্ব হযরত মাও: মুহাদ্দিস আকরাম হুসাইন পেশ ইমাম কালিগঞ্জ, দ্বিতীয় বক্তা হিসাবে উপস্থিত থাকবেন হযরত মাও: হাফেজ ক্বারী মো: মোনাওয়ার হুসাইন কুষ্টিয়া বিশ্ব বিদ্যালয়, সভাপতিত্ব করবেন জেলা বাসমালিক সমিতির সভাপতি ও জেলা আ’লীগের সহ-সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, সার্বিক পরিচালনা করেন আমিনিয়া ইছালে ছাওয়াব মাহফিল পরিচালনা কমিটি, অনুষ্ঠান পরিচালনায় থাকবেন ইমাম ও শিক্ষক মাওঃ মোঃ রেজাউল ইসলাম সহ বিদায়ী ছাত্র হাফেজ মো: তাজবীর আলম ও খালিদ হাসান। মাহফিল দলে দলে যোগদান করে দোজাহানের অশেষ নেকী হাসেল করুন।