বিশেষ প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলার নূরনগরে সমাজসেবক ও ব্যবসায়ী জি এম আক্তার হোসেন মূত্যু বরন করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। তিনি ইউনিয়নের দক্ষিণ হাজিপুর গ্রামের মৃত আলহাজ্ব সৈয়দ আলী গাজীর ছোট পুত্র ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব বখতিয়ার আহমেদের ছোট ভাই। তিনি দক্ষিণ হাজিপুর জামে মসজিদের দীর্ঘদিন সভাপতির দায়িত্ব পালন করে এসেছেন ও বিভিন্ন সামাজিক কর্মকান্ডে জড়িত ছিলেন। পারিবারিক সূত্রে জানাযায়, তিনি হঠাৎ স্টোকে আক্রান্ত হয়ে গত শুক্রবার দিবাগত রাত ১২ টায় ৩০ মিনিটে তার নিজস্ব বাসভবনে সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, ১ পুত্র, ২ কন্যা সহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। গতকাল শনিবার জোহর নামাজ বাদ দক্ষিণ হাজিপুর ঈদগাহ ময়দানে জানাজা নামাজ শেষে তার পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। জানাজা নামাজে উপস্থিত হয়ে তার শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, ভাইস চেয়ারম্যান মোঃ সাইদ-উজ-জামান সাঈদ, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মাস্টার আব্দুল ওয়াহেদ, নূরনগর ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মোঃ খলিলুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব জি এম আকবর কবীর, নূরনগর ইউনিয়ন আ’লীগের সভাপতি জি এম হাবিবুর রহমান হবি, মাওঃ আব্দুল মজিদ, মুফতি মোঃ মিজানুর রহমান সহ বিভিন্ন নেতৃবৃন্দ। জানাজা নামাজ পূর্বে তার পুত্র মোঃ মিলন আহমেদ তার পিতার পক্ষ থেকে পিতার চলার পথের ভুল-ভ্রান্তি, খারাপ আচরণের জন্য সকলের কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং তার পিতার জান্নাত কামনা করে দোয়া চান। তার মৃত্যুতে অত্র এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।