সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ১১:৫৮ অপরাহ্ন

বাঁশদহর কুলিয়াডাঙ্গীর ব্রীজের দু,ধারের রাস্তা মরন ফাঁদে পরিনত ॥ সংস্কার জরুরী

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩

মোঃ অহিদুজ্জামান লাভলু বাঁশদহা থেকে॥ সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহা ইউনিয়নের কুলিয়াডাঙ্গীর ব্রিজের দু,ধারের প্রায় ১ কিলোমিটারের মত রাস্তাটি ভেঙ্গে মরন ফাঁদে পরিনত হয়েছে।সরেজমিনে যেয়ে দেখা যায় দু,ধারের রাস্তা ভেঙ্গে সাধারন মানুষের চলাচলের একবারে অনুপযোগি হয়ে বিপদ সংকুলে পরিনত হয়ে পড়েছে। রাস্তাটির অধিকাংশ স্থনে ছোট বড় অসংখ্য গর্ত এবং নানা স্থানে খোয় পিচের লেশ মাত্র নাই। বতর্মানে এ রাস্তা দিয়েকোন রকম ঝুকি নিয়ে চলছে নছিমন করিমন সাইকেল সহ হালকা যান। বন্ধ হয়ে আছে সকল প্রকার ভারী যানবাহন।ফলে স্থানীয় কৃষক সহ সকল সাধারনকে তাদের পণ্য সামগ্রী শহর বা স্থনীয় বাজারে নেওয়ার জন্য বিকল্প পথ ধরতে হচ্ছে ,ফলশ্রুতিতে পরিবহন খরচ বেড়ে যাচ্ছে অনেক গুনে। এ বিষযে বাঁশদহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার মফিজুর রহমান দৃষ্টিপাতকে জানান সীমান্ত জনপদের সংযোগ সড়ক হাজির মোড় হইতে বাদিলকির মোড় পর্যন্ত রাস্তাটি মাপ হয়েছে পাকা করনের জন্য এবং ব্রিজের দু,ধার পেলা সাইডের জন্য এলজিইডিতে আবেদন করা হয়েছে। এ জনপদের প্রায় ৬/৭ টি গ্রামের মানুষ এ রাস্তা দিয়ে চলচল করে থাকে বলে জানা যায়।সর্বপরি এমন বিপদাসংকুল সম্পন্ন রাস্তা এভাবে থাকতে পারে না। তাই সংস্কার অতীব জরুরী হয়ে পড়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com