শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪, ১২:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
গুচ্ছ ছাড়লো খুলনা বিশ্ববিদ্যালয়ও, ভর্তি পরীক্ষা ১৭ এপ্রিল যথাসময়ে ইজতেমা, সহিংসতাকারীদের ছাড় নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা টিউলিপের বিরুদ্ধে ৪০০ কোটি পাউন্ড ঘুষের অভিযোগের তদন্ত চলছে: ডেইলি মেইল রিজার্ভ ২০ বিলিয়ন ডলার ছুঁই ছুঁই কেরানীগঞ্জে ব্যাংকে ডাকাতির চেষ্টা: অস্ত্রসহ ৩ জনের আত্মসমর্পণ বদিউল আলমের বক্তব্য প্রত্যাখ্যান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণে কোনো বাধা দেখছি না: বদিউল আলম ষড়যন্ত্র থেমে নেই: তারেক রহমান একাত্তরের অমীমাংসিত সমস্যা মীমাংসা করুন —পাকিস্তানের প্রধানমন্ত্রীর প্রতি প্রধান উপদেষ্টা ডিজিটাল বিপ্লবের পূর্ণ সুবিধা এখনও গ্রহণ করতে পারিনি: ড. ইউনূস

সাতক্ষীরায় জাতীয় স্কুল ও মাদ্রাসা ফুটবল প্রতিযোগিতায় ফাইনাল কাল

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩

স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরায় ৫০তম জাতীয় স্কুল ও মাদ্রাসা ফুটবল প্রতিযোগিত-২০২৩ এর সেমিফাইনাল অনুষ্ঠিত হয়েছে। গত কাল ডিবি ইউনাইটেড হাইস্কুল মাঠে জি.জি.কে এইচ কানাইলাল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিন্দ্র নাথ গাইন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন ডিবি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক ও বঙ্গবন্ধু পরিষদের নেতা মো. মমিনুর রহমান মুকুল। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিবি ইউনাইটেড হাইস্কুলের সহকারি প্রধান শিক্ষক কঙ্কন কুমার দাশ, ডিবি ফ্রেন্ডস স্পোটিং ক্লাবের সহ-সভাপতি নুর ইসলাম, জাহানাবাজ মাদরাসার প্রভাষক শফিকুল ইসলাম, সহকারি শিক্ষক ফয়জুল হক বাবু, আলাউল ইসলাম, বাবলুর রহমান, মো. আবুল হোসেন, সুকুমার সরকার, রুহুল আমিন বাবলু, রমেশ চন্দ্র সরকার প্রমুখ। সেমিফাইনাল অংশ নেয় জি.জি.কে এইচ কানাইলাল মাধ্যমিক বিদ্যালয় বনাম ডিবি ইউনাইটেড হাইস্কুল। খেলার নির্ধারিত সময়ে কোন দলই গোল করতে না পারায় টাইবেকারে গড়ায়। টাইবেকারে ডিবি ইউনাইটেড হাইস্কুল ৩-২ গোলে জি.জি.কে এইচ কানাইলাল মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে ফাইনালে খেলার গৌরব অর্জন করে। অপর খেলায় অংশ নেয় হযরত আবুবক্কর (রা.) সিনিয়র সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসা বনাম শাল্যে দাখিল মাদরাসা। খেলায় শাল্যে দাখিল মাদরাসাকে ১-০ গোলে হারিয়ে হযরত আবুবক্কর (রা.) সিনিয়র সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসা ফাইনালে খেলার গৌরব অর্জন করে। কাল বিকাল সাড়ে ৪টায় ডিবি ইউনাইটেড হাইস্কুল ফুটবল মাঠে ডিবি ইউনাইটেড হাইস্কুল বনাম হযরত আবুবক্কর (রা.) সিনিয়র সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসার মধ্যকার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ডিবি ইউনাইটেড হাইস্কুলের সহকারি শিক্ষক মো. মুকুল হোসেন। এসময় বিপুল সংখ্যক ফুটবল প্রেমী দর্শক উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com