বিশেষ প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলার নূরনগর মানবতার কল্যাণ ফাউন্ডেশনের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিক পালন উপলক্ষে এতিম হাফেজ ছাত্রদের মাঝে দুপুরের খাবার বিতরণ, কোরআন তেলাওয়াত ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১০ সেপ্টেম্ব রবিবার বেলা সাড়ে ১১ টয় নূরনগর মানবতার কল্যাণ ফাউন্ডেশন এর আয়োজনে রামচন্দ্রপুর আয়তুন্নেসা হানাফিয়া হাফিজিয়া মাদ্রাসায় বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি, পবিত্র কুরআনের হাফেজ, শিক্ষক-শিক্ষার্থী, অত্র ফাউন্ডেশনের সকল সদস্যবৃন্দ এবং অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এতিম হাফেজ ছাত্রদের মাঝে খাবার বিতরণ, কোরআন তেলাওয়াত ও দোয়া অনুষ্ঠানে নূরনগর মানবতার কল্যাণ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা পরিচালক ডাঃ শেখ আল মামুন এর সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক আলহাজ্ব মোঃ শামসুদ্দিন সরদার, আলহাজ্ব নূর মোহাম্মদ গাজী, প্রভাষক মোঃ আরাফাত হোসেন, ইউপি সদস্য মোঃ মোবারক হোসেন লাচ্চু, সাবেক ইউপি সদস্য মোঃ জামাত আলী গাজী, স্বাস্থ্য সহকারী কর্মকর্তা হিমাংশু মন্ডল, ব্যবসায়ী মোঃ শহীদুল্লাহ,, নূরনগর ক্যাটারিং সার্ভিসের পরিচালক মোঃ ফারুক হোসেন, ওয়াজেদ বাবলিয়া, মোঃ শফিকুল ইসলাম, শুভ সাহা, মেহবুব আলম সবুজ, মোঃ আনারুল হোসেন প্রমুখ। উল্লেখ্য নূরনগর মানবতার কল্যাণ ফাউন্ডেশন ২০২১ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে অদ্যবধি সুনামের সাথে গরীব অসহায়, বিভিন্ন মাদ্রাসা, মসজিদ ও শিক্ষা প্রতিষ্ঠানের বৃক্ষরোপণ, শীতবস্ত্র বিতরণ, আর্থিক সহায়তা প্রদান, ইফতার সামগ্রী বিতরণ, ফ্রী অক্সিজেন সেবা, করোনাকালীন সময়ে করোনা ক্ষতিগ্রস্ত দুঃস্থ মানুষদের খাদ্য সহায়তা প্রদান সহ বিভিন্ন সামাজিক কাজের মাধ্যমে এলাকার মানুষদের সেবা প্রদান করে আসছে। দোয়া অনুষ্ঠানে অত্র ফাউন্ডেশনের সার্বিক উন্নয়ন ও মঙ্গল কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অত্র মাদ্রাসার মুহতামিম হাফেজ মোঃ সাইফুল ইসলাম।