শিবপুর প্রতিনিধি ॥ সাতক্ষীরা সদর উপজেলার শিয়ালডাঙ্গা ফুটবল মাঠে আব্দুল মজিদ বিশ^াসের সভাপত্বিতে গতকাল বিকালে ৮ দলীয় ফুটবল টুনামেন্টটের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। পড়ন্ত বিকালে হাজার হাজার ক্রীড়া মুদি দর্শকের উপস্থিতে বাঁশতলা তরুন সংঘ বনাম খানপুর ইয়ং স্টার ক্লাবের মধ্যে চরম প্রতিযোগিতা পূর্নের মধ্যে এক এক গোলে খেলাটি অমিমাংসিতভাবে ড্র হয়। পরবর্তিতে টায় ব্রেকারের মাধ্যমে দুই শূন্যে গোলে বাঁশতলা তরুন সংঘকে পরাজিত করে খানপুর ইয়ং স্টার ক্লাব চ্যাপিয়ন হয়। প্রধান অতিথি হিসাবে শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আবুল কালাম আজাদ। তিনি বিজয়ীদের মধ্যে পুস্কার বিতরন করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য শফিকুল ইসলাম. আব্দুল হাই,মজনু আলী গাজী, কাজী সুলতান তুষার, জাহাঙ্গীর আলম, প্রমূখ ।