স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা র্যাবের অভিযানে যাবজ্জীবন সাজা ও অর্থদন্ডপ্রাপ্ত আসামী মুকুল গাজীকে আটক করা হয়েছে। আটককৃত হল আশাশুনি থানার খলিশানী গ্রামের মৃত দাউদ গাজীর পুত্র মুকুল গাজী (৪৫)। র্যাব সূত্রে জানাগেছে, আসামী মুকুল গাজী যশোর আত্মগোপনে ছিল। গতকাল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে র্যাবের একটি দল যশোর জেলার শার্শা থানার বাগআচড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করে। আসামীকে যাবজ্জীবন সাজা সহ ৫০,০০০/- টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ৫ বছর সাজা প্রদান করে বিজ্ঞ আদালত। আসামী ২০ বছর আত্ম গোপনে ছিল। আটককৃত আসামীকে সাতক্ষীরা জেলায় আশাশুনি থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব-৬ সাতক্ষীরা কোম্পানী কমান্ডার স্বাক্ষরিত এক পত্রে এই তথ্য নিশ্চিত করেছেন।