শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪, ১২:০৮ পূর্বাহ্ন

শ্যামনগরে ৫০ তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩

এস এম জাকির হোসেন শ্যামনগর থেকে ॥ শ্যামনগর উপজেলায় ৫০ তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১১ সেপ্টেম্বর সোমবার বিকাল ৩ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নকিপুর সরকারি হরিচরণ পাইলট প্রাথমিক বিদ্যালয় মাঠে বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুশীল সমাজের নেতৃবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠিত মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার চুড়ান্ত পর্ব ও বিশেষ আকর্ষণ ছিল ফুটবল বিভাগে বালক ও বালিকাদের মাঝে ফাইনাল খেলা। খেলায় বালক বিভাগে বনশ্রী মাধ্যমিক বিদ্যালয় এক শূন্য গোলের ব্যবধানে নোওয়াবেঁকি মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অপরদিকে বালিকা বিভাগে নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় ৪-৩ গোলের ব্যবধানে ধুমঘাট আদর্শ মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। উক্ত খেলায় উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে খেলা উদ্বোধন করেন ও পুরস্কার বিতরণ করেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আসাদুজ্জামান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব জিএম আকবর কবির, প্রধান শিক্ষক ড. আব্দুল মান্নান, প্রধান শিক্ষক জনাব কৃষ্ণানন্দ মুখার্জি প্রমুখ। খেলা শেষে বিজয়ী দলের মাঝে আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com