সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ১১:৫৮ অপরাহ্ন

ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গাছের চারা রোপণ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩

স্টাফ রিপোর্টার: এখন বর্ষার মৌসুম,গাছের চারা রোপণ করার উপযুক্ত সময়। সেই লক্ষ্যে ভোমরা বর্ডার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গাছের চারা রোপণ ও বিতারণ করেছেন হাসিমুখ সেঞ্চুরী সাতক্ষীরার পরিচালক জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবং বসন্তপুর নদীবন্দর কমিটির আহবায়ক শেখ এজাজ আহমেদ স্বপন। গতকাল সকাল ৯ টায় ভোমরা বর্ডার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিত ছাত্র-ছাত্রীর গাছের চারা বিতারণ করা হয়।এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম, সহকারি শিক্ষক আবিদা সুলতানা, মোস্তফা কামাল লিপিকা রাণী,মোছা: সাবিকুন্নাহার, রাশেদুল ইসলাম, সেলিনা খাতুন, আনোয়ারা খাতুন। এছাড়াও উপস্থিত ছিলেন মো: নাসির উদ্দিন, (অর্থ ও দপ্তর সম্পাদক, ভোমরা সি এন্ড এফ এজেন্ট কর্মচারি আসোসিয়েশন), মো: মনিরুল ইসলাম(সভাপতি ভোমরা বাজার কমিটি) মো: ওমর ফারুক,(সভাপতি সড়ক পরিবহন শ্রমিক লীগ)।ছাত্র-ছাত্রী এবং শিক্ষক মিলিয়ে ৩৭০ টি গাছের চারা প্রদান করা হয় এবং শিক্ষকদের মাঝে হাসিমুখ উপহার প্রদান করা হয়।শিক্ষকরা নিজ হাতে নিজ প্রতিষ্ঠানে গাছের চারা রোপন করেন। শেখ এজাজ আহমেদ স্বপন বলেন বিগত বছর গুলোর ন্যায় আমরা অসংখ্য গাছ রোপন ও বিতারণ করছি। ভবিষ্যৎ প্রজন্মর জন্য বাসযোগ্য পরিবেশ গড়তে অসংখ্য গাছ লাগান। হাসিমুখ সেঞ্চুরী সাতক্ষীরা ১টি গাছ নিয়ে কোনো ভাবে পৌছে যাবে আপনার কাছে ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com