দেবহাটা অফিস ॥ বাংলাদেশ জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালিন ৫০তম ফুটবল এর ফাইনাল খেলা গতকাল দেবহাটা ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়। আমাদের দেবহাটা সদর প্রতিনিধি উত্তম কুমার রায় জানান ব্যাপক সংখ্যক দর্শকের উপস্থিতিতে বর্ণাঢ্য আয়োজনে খেলা উদ্বোধন করেন ও সভাপতিত্ব করেন নির্বাহী অফিসার ইয়ানুর রহমান, প্রধান অতিথি ছিলেন উপজেলা আ’লীগ সম্পাদক মনিরুজ্জামান মনি, খেলায় ভাতশালা সম্মিলনী উচ্চ বিদ্যালয়কে ট্রাইবেকারে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় সরকারি পাইলট হাইস্কুল। উদ্বোধনী ও পুরস্কার বিতরন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মদন মোহন পাল, আ’লীগ নেতা আনোয়ারুল হক, ক্রীড়া ব্যক্তিত্ব আকসার আলী মাষ্টার, সহকারী প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান। খেলা পরিচালনা করে আব্দুর রফিক।