স্টাফ রিপোর্টার : সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে জেলা পুলিশের আয়োজনে পুলিশ কনফারেন্স রুমে পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান (পিপিএম) এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো: সজীব খান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো: আমিনুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো: আতিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) মোঃ আমিনুর রহমান, সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) এসএম জামিল আহমেদ, সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) মো: সাজ্জাদ হোসেন সহ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ ও সকল থানার অফিসার ইনচার্জগন। অপরাধ পর্যালোচনা সভায় জেলার আইন শৃংখলা পরিস্থিতি, মামলা রুজু ও নিষ্পত্তি, অপরাধ পরিসংখ্যান, গুরুত্বপূর্ণ মামলা সমূহের অগ্রগতি, ট্রাফিক আইন প্রয়োগ প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করা হয়।