কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি ॥ সাতক্ষীরার কলারোয়ায় ৫০তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় ফুটবলে(বালক) খোর্দ্দ বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় এবং বালিকা কয়লা মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ান হয়েছে। মঙ্গলবার কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে ৫০ তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার ফুটবল (বালিকা) চ্যাম্পিয়ান হয়েছে কয়লা মাধ্যমিক বিদ্যালয় ও রানার আপ হয়েছে শাকদাহ বালিকা মাধ্যমিক বিদ্যালয় এবং বালক ফুটবলে চ্যাম্পিয়ান খোর্দ্দ বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় এবং রানার আপ হয়েছে ধানদিয়া ইউনিয়ন ইনিস্টিউশন মাধ্যমিক বিদ্যালয়। কাবাডি (বালক) চ্যাম্পিয়ান হয়েছে চন্দনপুর মাধ্যমিক বিদ্যালয় ও রানার আপ হয়েছে খাসপুর – লাঙ্গলঝাড়া মাধ্যমিক বিদ্যালয়। এছাড়া কলারোয়া গালর্স পাইলট হাইস্কুল ভেন্যুতে বালিকাদের হ্যান্ডবল ও কাবাডিতে চ্যাম্পিয়ান হয় রামকৃষ্ণপুর সৈয়দ কামাল বকত বালিকা বিদ্যালয় এবং কাবাডি বালকদের খেলায় চ্যাম্পিয়ান চন্দনপুর মাধ্যমিক বিদ্যালয় এবং রানার আপ হয় কে,এল আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ও হ্যান্ডবল বালকে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে কলারোয়া সরকারি পাইলট হাইস্কুল ও রানার আপ হয় কয়লা মাধ্যমিক বিদ্যালয়। এছাড়াও দাবা (বালক) বড়দের গ্রুপে চ্যাম্পিয়ান কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের বিদ্যা রায় এবং রানার আপ খোর্দ্দ মাধ্যমিক বিদ্যালয়ের সাব্বির ইসলাম, দাবার মধ্যম গ্রুপে চ্যাম্পিয়ান কয়লা মাধ্যমিক বিদ্যালয়ের তোহা বিশ্বাস এবং রানার আপ হয় কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের নাইমুর রহমান। এছাড়াও দাবা বালিকা বড় গ্রুপে চ্যাম্পিয়ান কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের সিন্থিয়া রাহা এবং রানার আপ হয় কয়লা মাধ্যমিক বিদ্যালয়ের পিংকি মধ্যম বালিকা গ্রুপে চ্যাম্পিয়ান কয়লা মাধ্যমিক বিদ্যালয়ের মিম খাতুন ও রানার আপ কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের শামিমা আরা তুলি। খেলাগুলি উপভোগ করেন উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ হারুন অর রশিদ, উপজেলা একাডেমিক সুপারভাইজার তাপস কুমার দাস, প্রধান শিক্ষক মোঃ বদরুজ্জামান বিপ্লব, মোঃ আজহারুল ইসলাম, মোঃ রবিউল আলম, মোঃ আজিজুর রহমান, মোঃ শামসুল হক, কলারোয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী, কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এড,শেখ কামাল রেজা, শাকদাহ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ রবিউল আলম মল্লিক, রেজাউল করিম লাভলুসহ বিপুল সংখ্যক ছাত্র – ছাত্রী ও দর্শক উপস্থিত ছিলেন। ফুটবল খেলাগুলি পরিচালনা করেন ফারুক হোসেন স্বপন, মাসউদ পারভেজ মিলন, কামরুজ্জামান বাবু ও সাজেদুল করিম তপু। অন্য খেলাগুলি পরিচালনা করেন আঃ গফুর, আঃ মান্নান, আমিরুল ইসলাম, মাহফুজা খানম, জামিলা খাতুন,স্বপন চৌধুরী, শেখ সেলিম, শফিকুল ইসলাম, আবুল কামাল আজাদ। উপস্থাপনায় ছিলেন শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন।