বিশেষ প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলার আটুলিয়াতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আবুল কালাম (৪২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি উপজেলার আটুলিয়া হাঙলভাঙি গ্রামের মানিক গাইনের পুত্র। ঘটনা ও পারিবারিক সূত্রে জানাযায়, দু’দিন ধরে আবুল কালাম জ্বরে আক্রান্ত হয়ে বাড়িতে চিকিৎসাধীন থাকার পর গত সোমবার বিকালে শাররীকভাবে কিছুটা সুস্থ অনুভব করে বাড়ির সামনের দোকানে যায়। সেখানে হঠাৎ মাথা ঘুরে পড়ে যাওয়ার পর পরিবারের সদস্যরা তাকে রাত ১০টার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। চিকিৎসারত অবস্থায় রাত ৩ টার দিকে আবুল কালামের মৃত্যু হয়। চিকিৎসকরা মৃত্যুর কারণ হিসেবে ডেঙ্গুজ্বরের কথা উল্লেখ করেন।