স্টাফ রিপোর্টার : সাতক্ষীরা সীমান্তে ভারতের পশ্চিমবঙ্গের বিএসএফ এর গুলিতে বাংলাদেশী আহত হয়েছে। ঘটনাটি বুধবার রাত ১২টায় সাতক্ষীরা ঘোনা সিমান্তের বিপরীতে ভারতের উত্তর ২৪ পরগনা জেলার পাকিরডাঙ্গা সীমান্তের নিকটবর্তী এঘটনা ঘটে। গুরুত্বর আহত সদর উপজেলার ঘোনা গ্রামের ইয়াকব আলীর পুত্র মাদক পাচারকারী হাবিবুর রহমান (৩০)। জানাগেছে, হাবিুর সহ কয়েকজন অবৈধ ভাবে ভারতে ফেনসিডিল আনতে যায়। রাতে তারা শূণ্য রেখার মধ্য ঢুকে পড়ার পর পাকিরডাঙ্গা ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে হাবিবুর মারাত্মক ভাবে জখম হয়। তার সহযোগীরা সদর হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থা অবনতি হলে তাকে খুলনা মেডিকেল স্থানন্তরিত করা হয়। এ বিষয়ে সদর থানার ওসি মো: মহিদুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি জানান বিষয়টি আমার জানা ছিলোনা। এখন জানার চেষ্টা করছি।