স্টাফ রিপোর্টার: সাতক্ষীরায় কনস্টেবল ও নায়েকদের এক সপ্তাহ মেয়াদী দক্ষতা উন্নয়ন কোর্সের সমাপনী ও সনদপত্র বিতরন করা হয়েছে। গতকাল দুপুরে জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স ড্রিলসেটে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো: আমিনুর রহমান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রশিক্ষনাথীদের মাঝে সনদপত্র বিতরন করেন। এ সময় তিনি বলেন, প্রশিক্ষনের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি পায়। দৃষ্টিভঙ্গির পরিবর্তন সাধন করে। এ প্রশিক্ষন থেকে স্মার্ট পুলিশ হিসাবে গড়ে তুলবে। তিনি পুলিশ সদস্যদের সমৃদ্ধি কামনা করেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো: আতিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আসাদুজ্জামান, ডিআইওয়ান ইয়াছিন আলম চৌধুরী, ট্রাফিক ইন্সপেক্টর শ্যামল কুমার চৌধুরী, সহ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তা বৃন্দ ও পুলিশ সদস্যরা।