বিশেষ প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলায় থানা পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান (পিপিএম) এর দিক নির্দেশনায় ও অন্যান্য পুলিশ কর্মকর্তাদের তত্ত্বাবধানে আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ। এরই ধারাবাহিকতায় গত ১৪ সেপ্টেম্বর রতে অফিসার ইনচার্জ এর নেতৃত্বে এসআই (নিঃ) শাহাবুর রহমান সংগীয় এসআই (নিঃ) পিংকু মন্ডল, মোঃ আজাদ হোসেনসহ থানা পুলিশের একটি চৌকস অভিযানিক দল অভিযান পরিচালনা করে ১ কেজি গাঁজা সহ উপজেলার উত্তর আটুলিয়া গ্রামের মোঃ বিল্লাল গাজীর পুত্র মোঃ আরিফ গাজী (২৩), ভড়ভড়িয়া গ্রামের মোঃ বাবু মোল্লার পুত্র মোঃ নূর আলম (১৯) ও একই গ্রামের মোঃ মহসীন গাইনের পুত্র মোঃ রবিউল ইসলাম (২৪) কে গ্রেফতার করে। এবিষয়ে থানা অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ দৈনিক দৃষ্টিপাতকে জানান, বাংলাদেশ সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে। একই সাথে জেলা পুলিশ সুপার এর নির্দেশনানুযায়ী মাদক নির্মূলে শ্যামনগর থানা বদ্ধপরিকর। মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত আছে। এরই ধারাবাহিকতায় ১ কেজি গাঁজা সহ ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃত মাদক ব্যবসায়ীদের মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে শুক্রবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।