স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির কার্যনির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে শহরের তুফান কনভেনশন সেন্টার লেকভিউতে নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সভাপতি ও দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের সভাপতিত্বে সভার শুরুতেই সাতক্ষীরায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয় অনুমোদন হওয়ায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান নাগরিক অধিকার নেতৃবৃন্দ। এসময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা: আবুল কালাম বাবলা, সহ-সভাপতি মো: অধ্যাপক মো: মোজাম্মেল হোসেন, কাজী শওকত হোসেন ময়না, তৈয়েব হাসান বাবু, ফারহা দীবা খান সাথী, সহ- সাধারন সম্পাদক খুরশীদ জাহান শিলা, মুর্শিদা আক্তার, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোহাম্মদ আলী সুজন। অধ্যাপক নূর মোহাম্মদ পাড়, সাহিত্য সম্পাদক মো: মুছা করিম, পর্যটক সম্পাদক মো: নুরুল হক, প্রচার সম্পাদক মো: আশরাফুল করিম ধনি, সদস্য শেখ শফিক-উদ-দৌলা সাগর, এসএম মহিদার রহমান, স.ম হায়দার আলী, মো: মোস্তাফিজুর রহমান, মো: শফিউদ্দিন, মঈন উর রশীদ, মোহাম্মদ আলী ছিদ্দিকী, ফরিদা আক্তার বিউটি, মো: নাছির উদ্দীন, অফিস সম্পাদক শেখ সোহরাব হোসেন। বক্তারা বলেন, সাতক্ষীরা থেকে ভেটখালী রাস্তার পূর্বের নকসা বাতিল করে নতুন নকসা করা হয়েছে। এটি অনুমোদন হলে সাতক্ষীরা বাসী ক্ষতিগ্রস্থ হবে। পূর্বের নকসা বাস্তবায়ন হলে পর্যটকদের জন্য দর্শনীয় স্থান হবে সুন্দরবন। সাতক্ষীরার আকর্ষন সড়ক পথে সুন্দরবন। শহরের প্রাণ কেন্দ্র নিউমার্কেট থেকে চেকপোষ্ট ৪ লেন রাস্তা করতে হবে। নিউমার্কেট থেকে চেকপোষ্ট রাস্তা পূর্বের নকশা অনুযায়ী বাস্তবায়নের জন্য সাতক্ষীরা সকল সংসদ সদস্য, জেলা প্রশাসক সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি করেছেন। এছাড়া জেলার উন্নয়নে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহন করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারন সম্পাদক মো: মশিউর রহমান বাবু।