স্টাফ রিপোর্টার: প্রাথমিক শিক্ষা দপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত গতকাল দিনব্যাপী সাতক্ষীরায় কর্মব্যস্ত সময় অতিবাহিত করেছেন। তিনি বাজেট ব্যবস্থাপনা সংক্রান্ত প্রশিক্ষনে, ডিজিটাল নথি বিষয়ক প্রশিক্ষনে, এপিএমসি সংক্রান্ত প্রধান শিক্ষকের প্রশিক্ষন এবং পিটিআইএর প্রশিক্ষনার্থীদের প্রশিক্ষন সংক্রান্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন করিমীর সভাপতিত্বে উল্লেখিত প্রশিক্ষন কর্মসুচি ও কর্মশালা গুলোতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত মহাপরিচালক ডঃ উত্তম কুমার দাশ, পরিচালক অর্থ মোঃ মিজানুল হক, পরিচালক পরিবীক্ষন ও মুল্যায়ন শাহীনুর শাহীন খান, পিটিআই সুপার মোল্ল্যা শহিদুজ্জামান। দিনব্যাপী কর্মসূচি গুলোতে সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেন সাতক্ষীরা সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু হেনা মোস্তফা কামাল, আমাদের পাটকেলঘাটা প্রতিনিধি জানান তালার পাটকেলঘাটা অগ্রগতি সংস্থা ঋশিল্পীতে কর্মশালা ও প্রশিক্ষন অনুষ্ঠিত হয়। এর পূর্বে সকালে মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত সাতক্ষীরায় পৌছালে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসেন ইয়াসমিন করিমী ফুলেল শুভেচ্ছা জানান।