বিশেষ প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলায় থানা পুলিশের অভিযানে অস্ত্র, মাদকসহ ৫ সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান (পিপিএম) এর দিক নির্দেশনায় ও অন্যান্য পুলিশ কর্মকর্তাদের তত্ত্বাবধানে আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ। এরই ধারাবাহিকতায় গত ১৫ সেপ্টেম্বর রাতে অফিসার ইনচার্জ এর নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে উপজেলার নূরনগর ও কৈখালী এলাকা থেকে একটি স্টিলের তৈরী দেশীও ওয়ান শুটার গান অস্ত্র ও ২০০ গ্রাম গাঁজা এবং ৩০ পিচ ইয়াবা ট্যাবেলট উদ্ধার পূর্বক অস্ত্র আইন তৎসহ মাদক মামলার ৪ জন আসামী এবং সিআর সাজা পরোয়ানাভুক্ত ১ জন আসামীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিরা হলো উপজেলার নূরনগর উত্তর হাজিপুর গ্রামের মোঃ গফ্ফার গাজীর পুত্র অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য গাঁজা মামলার আসামী সন্ত্রাসী মোঃ লিটন হোসেন (২৮), রামজীবনপুর গ্রামের মোঃ রজব আলীর পুত্র মোঃ আল-আমিন (২২), হাবিবপুর গ্রামের মোঃ রুহুল আমিন গাজীর পুত্র মোঃ আমিনুর রহমান (১৯), শৈলখালী গ্রামের মোঃ আব্দুল হামিদ গাজী পুত্র সাজা পরোয়ানাভুক্ত আসামী নূর মোহাম্মদ গাজী(৩৮), ঘোলা গ্রামের মোসলেম সরদারের পুত্র আনিছুর রহমানকে গ্রেফতার করে। এবিষয়ে থানা অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ দৈনিক দৃষ্টিপাতকে জানান, বাংলাদেশ সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে। একই সাথে জেলা পুলিশ সুপার এর নির্দেশনানুযায়ী মাদক নির্মূলে শ্যামনগর থানা বদ্ধপরিকর। মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত আছে। এরই ধারাবাহিকতায় একটি স্টিলের তৈরী দেশীও ওয়ান শুটার গান অস্ত্র, গাঁজা ও ইয়াবা ট্যাবেলট উদ্ধার পূর্বক অস্ত্র আইন তৎসহ মাদক মামলার ৪ জন আসামী এবং অন্য মামলায় ১ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে শনিবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।