শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১১:২৪ পূর্বাহ্ন

কালীগঞ্জে ৩ দিনব্যাপী উন্নয়ন মেলা উদ্বোধন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩

কালিগঞ্জ ব্যূরো: কালিগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের আয়োজনে জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলা উপলক্ষে র‌্যালি প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে উদ্ভাবনে স্থানীয় সরকার” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে ৩ দিনব্যাপী স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলা উদ্বোধন হয়েছে। গতকাল বিকালে কালিগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বাহির হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি সাঈদ মেহেদী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা উপসহকারী প্রকৌশলী শামসুল আলম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আজহার আলী, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মিজানুর রহমান, কালীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু প্রমূখ। স্থানীয় সরকার দিবস মেলায় স্টলে অংশগ্রহণ করেন উপজেলা প্রকৌশলী, স্থানীয় সরকার প্রকৌশলী এলজিইডি, উপজেলা পরিষদ সহ ১২ টি ইউনিয়ন পরিষদ। সভায় ইউনিয়ন পরিষদের সচিব, উদ্যোক্তা, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক উপস্থিত ছিলেন। মেলার উদ্দেশ্য হলো প্রতিটি ইউনিয়ন পরিষদের কি কি উন্নয়ন হয়েছে এবং উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বাস্তবায়িত হয়েছে সেগুলো জনসমক্ষে তুলে ধরা ও ইনোভেটিভ আইডিয়া গ্রহণ করা। ইউনিয়ন পরিষদকে সেবামূলক ও জনবান্ধব হিসেবে গড়ে তোলা। মেলা চলবে আগামী ১৯ সেপ্টেম্বর পর্যন্ত।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com