স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৩ পালিত হয়েছে। সেবা ও উন্নতির দক্ষ রুপকার উন্নয়নে উদ্ভাবনে স্থানীয় সরকার এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে সারাদেশের ন্যায় সাতক্ষীরা জেলা প্রশাসনের উদ্যোগে গতকাল বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মাশরুবা ফেরদৌসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। তিনি বলেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠান সঙ্গে জনসম্পৃক্ততা বাড়াতে সরকার মহতি উদ্যোগ গ্রহন করেছে। মেলার মাধ্যমে ইউনিয়ন পরিষদের সাথে জনগনের সম্পর্ক আরো দৃঢ় হবে। জনপ্রতিনিধি দক্ষতার সাথে কাজ করবে। জনসেবা নাগরিকের দোরগোড়ায় পৌছে দেবে। প্রধানমন্ত্রীর ক্ষুধা ও দারিদ্র মুক্ত উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মানে অগ্রনী ভূমিকা পালন করবে। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতি: জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন, স্থানীয় সরকার বিভাগের সহকারী পরিচালক সজীব তালুকদার, সকল উপজেলা চেয়ারম্যান, নির্বাহী কর্মকর্তা উপস্থিত ছিলেন।