দেবহাটা অফিস ॥ দেবহাটার সখিপুর খান বাহাদুর আহছান উল্ল্যা কলেজ মাঠে গতকাল মাদক ও জঙ্গীবাদ বিরোধী লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হলো। সখিপুর উদয়ন সংঘ আয়োজিত বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তনমন্ত্রী আ’লীগ কেন্দ্রীয় নেতা অধ্যাপক ডা: রুহুল হক এম.পি এবং সাতক্ষীরা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম, প্রধান অতিথি অধ্যাপক ডা: আ,ফ,ম রুহুল হক এমপি বলেন বাংলাদেশ সব ক্ষেত্রে এগিয়ে চলেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার উন্নয়নমুখী সরকার। দেশের সব সেক্টর এগিয়ে চলেছে। শিক্ষা স্বাস্থ্য সড়ক যোগাযোগ সকল ক্ষেত্রে বাংলাদেশের সাফল্য অনন্য। বিশেষ অতিথির বক্তৃতায় সাতক্ষীরার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম বলেন, সাতক্ষীরা বর্তমানে শান্তীর জেলা, জেলাবাসি নিরাপদে এবং নিরাপত্তাকে সঙ্গী করে দিনযাপন করছে। সব শ্রেনির পেশার জন মানুষকে সাথে নিয়ে স্বাধীনতা বিরোধী শক্তিকে রুখে দিতে সাতক্ষীরা পুলিশ নিরলসভাবে কাজ করছে। উগ্রবাদ, জঙ্গীবাদ, মাদক, সন্ত্রাস সাতক্ষীরা হতে নির্বাসনে গেছে। তিনি আরও বলেন, ভূমি দুস্যরা যেন সাতক্ষীরার শান্তিপ্রিয় মানুষের স্বাভাবিক জীবন যাপনে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না পারে সে জন্য পুলিশ সতর্ক এবং সাধারন মানুষকে ঐক্যবদ্ধ ভাবে পুলিশকে সহযোগিতা করতে হবে। উদ্বোধনী ও পুরস্কার বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আ’লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাহী অফিসার মো: ইয়ানুর রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার দেবহাটা সার্কেল এসএম জামিল আহমদ, দেবহাটা ওসি বাবুল আক্তার, আ’লীগ সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, চেয়ারম্যান সাইফুল ইসলাম, ইউনিয়ন আ’লীগ সভাপতি সরদার আমজাদ হোসেন, আ’লীগ নেতা প্রাক্তন চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, আহছানিয়া মিশনের ইকবাল মাসুদ, সাংবাদিক মাহমুদুল হাসান শাওন, উদয়ন সংঘের সভাপতি আব্দুল্লাহ আল আজাদ, সম্পাদক মিজানুর রহমান, ফাইনাল খেলা শেষ পর্যন্ত ট্রাইবেকারে গড়ায় এবং ভাতশালা গনগ্রন্থাগার গাজীরহাট প্রগতি সংঘকে পরাজিত করে, শেষ হাসি হাসে।