কালিগঞ্জ প্রতিনিধিঃ কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হোমিওপ্যাথিক চিকিৎসা সেবায় কার্যক্রম ও ঔষধ প্রদানের উদ্বোধন করা হয়েছে। গতকাল বেলা ১১টায় হাসপাতাল চত্ত¡রে বিনা খরচে সেবা প্রদানের উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শেখ তৈয়বুর রহমান। এসময় তিনি বলেন, এখন থেকে হাসপাতালে আগত রোগীরা হোমিওপ্যাথিক চিকিৎসা সেবা নিতে পারবে। পাশাপাশি এখন থেকে আধুনিক হোমিওপ্যাথিক চিকিৎসায় সবধরনের জটিল ও কঠিন রোগ নির্ণয় ও ফ্রিতে ঔষধ নিতে পারবেন। এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ গোলাম মোস্তফা, প্রেসক্লাবের তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক ও দৃষ্টিপাতের কালিগঞ্জ প্রতিনিধিঃ এসএম, আহম্মাদ উল্যাহ বাচ্ছু, ফার্মাসিস্ট মাহমুদা আক্তার, স্টাফ হাবিবুলাহ প্রমুখ।