মীর আবু বকর ॥ সাতক্ষীরায় জেলার মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গতকাল সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন,অতিঃ পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) আমিনুল ইসলাম,সিভিল সার্জন ডাঃ শেখ সুফিয়ান রুস্তম,জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজা রশিদ,সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আমানউল্লাহ-আল-হাদী, মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ডিডি মোঃ সাইফুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ মোঃ আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন করিমী,মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ডিডি শেখ মোঃ হাশেম আলী, মহিলা বিষয়ক অধিদপ্তরের ডিডি কে এম শফিউল আজম, ইসলামিক ফাউন্ডেশনের ডিডি মোঃ আবুল কালাম আজাদ,জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম, টিটিসির অধ্যক্ষ কে.এম মিজানুর রহমান, জেলা ভোক্তা অধিকার কর্মকর্তা নাজমুল হাসান। এসময় জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন অতিঃ জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন।