এস এম জাকির হোসেন শ্যামনগর থেকে ॥ বঙ্গোপসাগরে ভাসতে থাকা ২টি ট্রলার সহ ২৩ জন জেলেকে উদ্ধার করা হয়েছে।বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে এম ভি মা ও এম ভি লিমা নামক দুইটি ফিশিং ট্রলারে ভাসতে থাকা ২৩ জন জেলেকে মান্দারবাড়িয়া এলাকা থেকে উদ্ধার করেছে বন বিভাগের সদস্যরা। গতকাল ১৭ সেপ্টেম্বর রবিবার দুপুর ১২ টার দিকে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ কার্যালয় থেকে উদ্ধার করা এসব জেলেদের ছেড়ে দেয়া হয়। উদ্ধার কৃত জেলেরা হলেন বরগুনা জেলার পাথরঘাটা থানার স্টেডিয়াম রোড পাড়া গ্রামের শরীর ঢালীর পুত্র জামাল (৬৩), পূর্ব কালমেঘা গ্রামের শাহাজানের পুত্র শাহিন (৩৮), রুইবোক গ্রামের হাবিব খানের পুত্র মোঃ শুকুর মিয়া (৪১), রুইবোক গ্রামের কালুর পুত্র মোঃ শাহীন (৫১), পূর্ব কালমেঘা গ্রামের অহর এর পুত্র মোঃ স্বপন ইসলাম (৪১), চরলাঠিমারা গ্রামের জব্বার হাওলাদারের পুত্র কালাম (৫৩), উত্তর পাড়া গ্রামের জাহাঙ্গীরের পুত্র ফজল (৩০), বড়ইতলা গ্রামের বাবলু খানের পুত্র রুবেল খান (৩০), চরলাঠিমারা গ্রামের বাবলু খান এর পুত্র রুবেল খান (৩০), চরলাঠি মারা গ্রামের নূর হোসেন মুসল্লির পুত্র তরিকুল (১৫), উত্তরপাথরঘাটা গ্রামের আব্দুল সোবহানের পুত্র সোলায়মান (২৯), পোহরপুর গ্রামের রফিকুল ইসলামের পুত্র আরিফ (১৬), সোনাতলা গ্রামের মান্নান হাওলাদারের পুত্র নুহু (২৯), চরলাঠিমারা গ্রামের মজিদ হাওলাদারের পুত্র কামাল হাওলাদার (৪৪), বাদুড়তলা গ্রামের আমীর হোসেনের পুত্র আশিফুল (২৮), পাথরঘাটার মৃত চাঁদ শরীফ এর পুত্র জামাল (১৬), বড়পাথরঘাটা গ্রামের ছবির এর পুত্র ইমরান (২১), গোহরপুর গ্রামের রফিকুল ইসলাম এর পুত্র তরিকুল (১৮), কাকাছিরা গ্রামের সোলায়মান এর পুত্র জাফর হোসেন (৩৫), চল্লাডিপাড়া গ্রামের মৃত তুতামিয়ার পুত্র লাল মিয়া (৫৫), পাথরঘাটা গ্রামের নসু হাওলাদারের পুত্র ইব্রাহিম (৩০), গোহরপুর গ্রামের রফিকুল ইসলামের পুত্র আরিফ (৩২), বড়ইতলা গ্রামের নূর হোসেন এর পুত্র ইউনুস (২৮)। উদ্ধারকৃত জেলেরা জানান, মাছ ধরার জন্য বঙ্গোপসাগরে অবস্থানকালে তাদের ট্রলারের ইঞ্জিন নষ্ট হয়ে যায়। সাগরেই ভাসতে থাকে। একপর্যায়ে জীবনে বেঁচে ফিররো এমন আশা ছেড়ে দিয়েছিলাম। পরে ভাগ্যক্রমে মান্দারবাড়িয়া ফাঁড়ির বন বিভাগের একটি টহল টিমের নজরে পড়লে তারা উদ্ধার করে নিয়ে আসে। সাতক্ষীরা রেঞ্জের পশ্চিম সুন্দরবনের সহকারী বনসংরক্ষক এম কে এম ইকবাল হোসাইন চৌধুরী বলেন, ২৩ জন জেলেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে। তারা সাগরে ভাসতে ভাসতে সাতক্ষীরা রেঞ্জের বাহির মান্দারবাড়িয়া এলাকায় পৌঁছায়। সেখানে বন ফাঁড়ির একটি টহল দল গত শুক্রবার তাদের উদ্ধার করে। এরপর থেকে তারা বন বিভাগের হেফাজতে ছিল। আজ রবিবার দুপুরে তাদের নিরাপদে মুক্ত করে দেয়া হয়েছে।