স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা থেকে প্রকাশিত বহুল প্রচালিত দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের সহ ধর্মিনী মরহুমা আনোয়ারা বেগমের ২য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। মরহুমা আনোয়ারা বেগমের পরিবারে আয়োজনে গতকাল বাদ আসর শহরের মেহেদীবাগ মসজিদে কুবা কমপ্লেক্সে দোয়া ও মিলাদ মাহফিলের পূর্বে পবিত্র কুরআন হাদীসের আলোকে বক্তব্য রাখেন মসজিদের পেশ ইমাম হাফেজ মাহমুদুর রহমান, তিনি মরহুমা আনোয়ারা বেগমের স্বরণে খতমে কুরআন বকশি সহ দুরুদ, ইসতেগফার প্রেরণ করেন। পরে মহান আল্লাহর কাছে মরহুমার নাজাত কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন। এসময় উপস্থিত ছিলেন মরহুমার স্বামী দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলাম, পুত্র জিএম আদম শফিউল্লাহ, জিএম ওমর ফারুক, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোহাম্মদ আলী সুজন, সিনিয়র সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা কাজী নাসির উদ্দিন, মসজিদের সাধারন সম্পাদক আব্দুর রশিদ, কোষাধ্যক্ষ আব্দুল করিম, কমিটির সদস্য গোলাম মোস্তফা, আনিছুর রহমান, আবু জাফর, মো: শাহাদাত হোসেন, গোলাম হোসেন, আব্দুল্লাহ মুয়াজ্জিন আব্দুস সবুর সহ মরহুমার আত্মীয় স্বজন ও স্থানীয় মুসল্লীরা উপস্থিত ছিলেন।