মীর আবু বকর ॥ সাতক্ষীরা জেলা পর্যায়ের বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৩ উদ্বোধন হয়েছে। জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের যৌথ আয়োজনে গতকাল সকালে সাড়ে ১০টায় সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে অতিঃ জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। তিনি বেলুন ফেস্টুন উড়িয়ে খেলার উদ্বোধন করেন। এসময় বলেন, বর্তমান বাংলাদেশ উন্নয়নের সাথে সাথে খেলাধুলায় বহুদূর এগিয়ে গেছে। সরকার খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো পাশাপাশি নতুন খেলোয়ার তৈরির জন্য প্রাথমিক বিদ্যালয় থেকে খেলোয়ার তৈরি চেষ্টা করছে। বাংলাদেশে ছেলেদের পাশাপাশি মেয়েরাও খেলাধুলায় প্রশংসনীয় ভূমিকা রাখছে। বঙ্গবন্ধু ও বঙ্গমাতার প্রাথমিক বিদ্যালয় ফুটবল টূর্নামেন্ট আগামীতে অগ্রণী ভূমিকা রাখবে। শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিতভাবে শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি উৎসাহ বাড়াতে হবে। স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন করিমী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিঃ পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সজীব খান, জেলা ক্রীড়া অফিসার মোঃ মাহবুবুর রহমান, সহ সহকারী জেলা শিক্ষা অফিসার আবু হেনা মোস্তফা কামাল। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধাঃ সম্পাদক মীর তাজুল ইসলাম রিপন, জাতীয় পুরস্কার প্রাপ্ত ও সাবেক ফিফা রেফারী তৈয়েব হাসান বাবু, জেলা ক্রীড়া সংস্থার সদস্য শিমুন শামস, খন্দকার আরিফ হাসান প্রিন্স, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধাঃ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু সহ জেলা প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তা, বিভিন্ন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।