বিশেষ প্রতিনিধি ॥ আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের পুরোহিতপুরে প্রতি বছরের ন্যায় এবারও সর্পদেবী মনসা ও বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত হয়েছে। সোমবার পুরোহিতপুর দাশপাড়া মন্দির কমিটির আয়োজনে দিনব্যাপী এ পূজায় নিজেদের মনষ্কামনা পূরণে নানা ধরনের মানত করেছেন ভক্তরা। সকাল থেকে বিভিন্ন এলাকার ভক্তরা আসতে থাকে, দুপুরের দিকে ভক্তদের আগমনে উক্ত এলাকা কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে। দেখা যায়, বিভিন্ন বয়সের ও বিভিন্ন পেশার মানুষ এ পূজা উপলক্ষে আনন্দ উপভোগ করেছেন। পূজাকে কেন্দ্র করে প্রতি বছর উক্ত স্থানে একদিনের জন্য মেলা বসে থাকে। মেলার স্টলগুলোর মধ্যে মৃৎ শিল্পের স্টলগুলো সবার কাছে বেশ জনপ্রিয়। এছাড়াও বাঁশের তৈরী শিল্প, মনোহরীসহ বিভিন্ন ধরনের স্টল উক্ত মেলায় স্থান পায়। মেলা উপলক্ষ্যে সকল ধর্মের মানুষ সেখানে উপস্থিত হয় এবং বিভিন্ন ধরনের জিনিস ক্রয় করেন। মেলাটি যেন ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের মিলন মেলায় পরিনত হয়। এদিকে, আশাশুনি উপজেলার বিভিন্নস্থানেও মনসা ও বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত হওয়ার খবর পাওয়া গেছে।