বিশেষ প্রতিনিধি ॥ আশাশুনি উপজেলার খাজরায় মুদি দোকানের টিনের চাল ভেঙ্গে চুরির ঘটনা ঘটেছে। রবিবার দিবাগত রাতের কোন এক সময় খাজরার কেসি বাজারে এ ঘটনা ঘটে। এসময় চোরেরা নগদ ৪১ হাজার টাকাসহ মুদির মালামাল নিয়ে যায়। ঐ দোকানের মালিক চেউটিয়া গ্রামের আজিজ সানার ছেলে দেলোওয়ার হোসেন জানান, রবিবার দিনভর কেনাবেচা শেষে ক্যাশ বাক্সে নগদ ৪১ হাজার ৫০ টাকা দোকানে রেখে প্রতিদিনের ন্যায় রাতে দোকান বন্ধ করে সে মৎস্য ঘেরে চলে যায়। এরপর রাতে কোন এক সময় দোকানের ছাউনি টিন ভেঙ্গে ভিতরে প্রবেশ করে চোরেরা নগদ টাকা, সিগারেট ও সাবানসহ অন্যান্য জিনিসপত্র নিয়ে যায়। এঘটনায় আশাশুনি থানায় একটি লিখিত অভিযোগ করেছেন তিনি। আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) বিশ্বজিৎ কুমার অধিকারী জানান, অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।