আলমগীর হোসেন, বিষ্ণুপুর থেকে: কালিগঞ্জের বিষ্ণুপুর ইউনিয়নের পারুলগাছা বিলে মৎস্য ঘেরের ভেড়িতে মিষ্টি কুমড়া চাষ করে ভাগ্য খুলেছে ইদ্রিস গাজীর। ৪/৬ কেজি ওজনের মিষ্টি কুমড়া এখন বাজারে ব্যাপক চাহিদা থাকায় চলতি মৌসুমে তার লাভ ছাড়িয়েছে লক্ষাধিক টাকা। তার সাফল্য সাড়া ফেলেছে এলাকার অন্য কৃষকদের মাঝেও। গতকাল মঙ্গলবার বিকেলে ইদ্রিস গাজীর মিষ্টি কুমড়ার মাঠ সরেজমিনে পরিদর্শন করেন বিষ্ণুপুর উপ-সহকারী কৃষি অফিসার মাহফুজুর রহমান, তিনি বলেন কালিগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে আমরা কৃষকদের বিভিন্ন পরামর্শ দিয়ে থাকি, সরাসরি সবজির মাঠে যেয়ে কৃষকদেরকে দিক নির্দেশনা দিয়ে থাকি। পরিদর্শন কালে আরও উপস্থিত ছিলেন পারুলগাছা ৩নং ওয়ার্ড আ’লীগের সভাপতি মৃনাল কুমার মন্ডল, স্থানীয় ইউপি সদস্য আফসার উদ্দিন, ইউনিয়ন লিড ফার্মার আশেক ইকবল পাপ্পী, আখরুজ্জামান, মারুফ হোসেন প্রমুখ। এদিকে চলতি বছরে মৎস্য ঘরের জমির ভেড়িতে ২৩০ টি গর্ত খুড়ে মিষ্টি কুমড়ার বীজ রোপন করেন। কুমড়া চাষে তাহার ব্যয় হয়েছে প্রায় ৩০, হাজার টাকা। আর মিষ্টি কুমড়া বিক্রি করে ভালো লাভের আশা করছেন ইদ্রিস গাজী।