কালিগঞ্জ ব্যুরোঃ সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের আয়োজনে তিন দিনব্যাপী জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। “সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে উদ্ভাবনে স্থানীয় সরকার” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে গত ১৭ থেকে ১৯ সেপ্টেম্বর তিন দিনব্যাপী জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলা অনুষ্ঠিত হয়। বিকালে কালিগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরার সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদের সঞ্চালনায় সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সাঈদ মেহেদী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা উপসহকারী প্রকৌশলী শামসুল আলম, চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, চেয়ারম্যান গোবিন্দ মন্ডল, চেয়ারম্যান মোজাম্মেল হক গাইন, সাংবাদিক সভাপতি শেখ আনোয়ার হোসেন কালীগঞ্জ প্রেসক্লাবের সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, দৈনিক দৃষ্টিপাতের পত্রিকার কালিগঞ্জ ব্যুরোঃ শেখ শরিফুল ইসলাম প্রমূখ। স্থানীয় সরকার দিবস মেলায় স্টলে অংশগ্রহণ অংশগ্রহণকারী উপজেলা পরিষদ উপজেলা প্রকৌশলী জনস্বাস্থ্য প্রকৌশলী সহ বারটি ইউনিয়ন পরিষদ কে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। সভায় ইউনিয়ন পরিষদের সচিব, উদ্যোক্তা, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক উপস্থিত ছিলেন।